Shariatpur ttc

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, শরীয়তপুর।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, 
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

Electrical Trade | ইলেক্ট্রিক্যাল ট্রেড

About Trainer

Shafiul Alom
Instructor of Electrical Trade

Experience: 

About Trade: Wiring of Industries, Electrical Office and Home, ceiling fan, pump control, motor control system, electric iron, vacuum cleaner, electric oven, coffee maker, room heater, electric kettle, blender machine, washing machine, rice cooker etc. Training is provided to repair and maintain these appliances.

Course title: 

1. General Electrical Works.

2. Electrical Installation and Maintenance.

Number of seats: 30 seats for both course and in total 60 seats.

Session: Starts from January and continues through every 3 months.

Educational Qualifications:

(A) Attested class 8 or equivalent pass certificate.

(B) Recently taken 2 copy of passport size photos.

(C) Attested Birth certificate/ Voter ID card photocopy.

ট্রেড: শিল্পকারখানা, অফিস এবং বাসা-বাড়িতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ইলেক্ট্রিক্যাল ওয়্যারিং, সিলিং ফ্যান, পাম্প কন্ট্রোল, মোটর কন্ট্রোল সিস্টেম, ইলেকট্রিক আয়রন, ভ্যাকিউম ক্লিনার, ইলেকট্রিক ওভেন, কফি মেকার, রুম হিটার, ইলেকট্রিক কেটলি, ব্লেন্ডার, ওয়াশিং মেশিন, রাইস কুকার, ইত্যাদি এপ্লায়েন্স মেরামত ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে দক্ষতা অর্জনের প্রশিক্ষণ প্রদান করা হয়। NTVQF এর আওতায় লেভেল অর্জনের ব্যবস্থা করা হয়।

দক্ষ কর্মীদের (শিক্ষাগত যোগ্যতা নেই এমন) কাজের স্বীকৃতির জন্য RPL (Recognition of Prior Learning) এর মাধ্যমে ৩ দিনের প্রশিক্ষন শেষে সনদপত্র প্রদান করা হয়।

কোর্সের নাম:

১। জেনারেল ইলেক্ট্রিক্যাল ওয়ার্কস।

২। ইলেক্ট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইন্টেনেন্স।

আসন সংখ্যা: উভয় কোর্সের জন্য ৩০ জন করে মোট ৬০ জন।

সেশন: জানুয়ারী মাস থেকে শুরু(প্রতি তিন মাস অন্তর নতুন ব্যাচ)

শিক্ষাগত যোগ্যতা:

(ক) ন্যূনতম ৮ম শ্রেণি/সমমান পাশের সনদ সত্যায়িত ফটোকপি।
(খ) সদ্যতোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
(গ) জন্ম নিবন্ধন সনদ/ ভোটার আইডি এর সত্যায়িত ফটোকপি।

Employment: There are opportunities of finding a job in the home country and abroad.

কর্মসংস্থান: দেশে-বিদেশে সর্বত্র চাকুরীর সুযোগ হবে।

Previous slide
Next slide

ভতির্র জন্য যোগাযোগ করুনঃ ০১৪০৪৪১৩২০৬