Shariatpur ttc

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, শরীয়তপুর।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, 
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

Automobile Trade | অটোমোবাইল ট্রেড

About Trainer

About Trade: Automobile trade basically gives the basic idea of car engine. Here training is conducted on vehicle maintenance and driving skills. 3 types of driving training are provided under this trade.

1. 4 months Motor Driving with Basic Maintenance course funded by SEIP (Skills for Employment Investment Program).

2. 3 months motor driving  course conducted by BMET under the project “DESH-BIDESHE KORMOSHONGSTHANER JONNO DRIVING PROSHIKKHON PRODAN”

3. Self Supported 2 Months Driving Course.

Number of Seats:
1. Motor Driving with Basic Maintenance (4 months) – 40 people.

2. Motor Driving (3 months) – 40 people.

3. Self Supported (2 months) – 20 people.

Course Fee: 

1. Motor Driving with Basic Maintenance (4 months) – Totally free.

2. Motor Driving (3 months) – Totally free.

3. Self Supported (2 months) – 2000 Taka.

Session: 
1. January-April, May-August, September-December (SEIP).

2. January-March, April-June, July-September and October-December (3 months).

3. January-February, March-April, May-June, July-August, September-October, November-December (Self Employed)

ট্রেড: অটোমোবাইল ট্রেড মূলত গাড়ীর ইঞ্জিন এর প্রাথমিক ধারণা দিয়ে থাকে। এখানে গাড়ীর বা যানবাহনের রক্ষণাবেক্ষণ ও ড্রাইভিং দক্ষতার উপর প্রশিক্ষণ পরিচালনা করা হয়। এই ট্রেডের আওতায় ৩ ধরনের ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান করা হয়।

১। SEIP (Skills for Employment Investment Program) এর অর্থায়নে পরিচালিত ৪ মাস মেয়াদি মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেনেন্স কোর্স। 

২। “দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান” শীর্ষক প্রকল্পের অর্থায়নে BMET কর্তৃক পরিচালিত ৩ মাস মেয়াদি মোটর ড্রাইভিং কোর্স।

৩। স্বনির্ভর ২ মাস মেয়াদি ড্রাইভিং কোর্স। 

 

আসন সংখ্যা: 

১। মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেনেন্স (৪ মাস) – ৪০ জন।

২। মোটর ড্রাইভিং (৩ মাস) – ৪০ জন। 

৩। স্বনির্ভর (২ মাস) – ২০ জন।

 

কোর্স ফি: 

১। মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেনেন্স (৪ মাস) – সম্পূর্ণ ফ্রি।

২। মোটর ড্রাইভিং (৩ মাস) – সম্পূর্ণ ফ্রি।

৩। স্বনির্ভর (২ মাস) – ২০০০ টাকা।

সেশন: 

১। জানুয়ারী—এপ্রিল, মে—অগাস্ট, সেপ্টেম্বর—ডিসেম্বর (SEIP)

২। জানুয়ারি—মার্চ, এপ্রিল—জুন, জুলাই—সেপ্টেম্বর এবং অক্টোবর—ডিসেম্বর (৩ মাস)

৩। জানুয়ারী-ফেব্রুয়ারী, মার্চ-এপ্রিল, মে-জুন, জুলাই-আগস্ট, সেপ্টেম্বর-অক্টোবর, নভেম্বর-ডিসেম্বর (স্বনির্ভর ২ মাস)

Employment: License holders will be provided employment opportunities in the country and abroad..

কর্মসংস্থান: দেশে বিভিন্ন অফিস আদালত, বেক্তি মালিকানাধীন গাড়ী চালক, বাণিজ্যিক প্রতিষ্ঠানে এবং বিদেশে দুবাই ট্যাক্সি ক্যাব সহ বিভিন্ন দেশে কর্মসংস্থানের সুযোগ আছে।

Previous slide
Next slide

ভতির্র জন্য যোগাযোগ করুনঃ ০১৪০৪৪১৩২০৬