Shariatpur ttc

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, শরীয়তপুর।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, 
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

Pre Departure Orientation Program |  প্রাক বহিরগমন ওরিয়েন্টেশন প্রোগ্রাম

DO is a course which stands for Pre Departure Orientation. The duration of this course is 3 days.

Every year a lot of people who are proficient, non-proficient and half proficient goes to various countries including Middle East for employment. Bureau of Manpower Employment and Training runs this PDO program for them.

 
Why would anyone apply the PDO course?

A. This course will help the migrant/expatriate workers who wish to join work abroad to have a thorough understanding of the immigration process, prevailing laws of the country, necessary policies and employment regulations abroad.

B. Job aspirants abroad will get a prior idea about the job, overall security and environment of their destination country.

C. Moreover, a clear understanding of various communicable diseases and related ongoing policies and procedures is available.

 
Requirements for BMET Registration and Biometric (Fingerprint) of MRP Passport Holders :

01. Photocopy of Passport Black-White/Colour-1 copy

02. Photocopy of visa black-white/colour-1 copy
03. Proof of own bank account (eg top page of check book/
Photocopy of check page/deposit slip in black-white/colour-1 copy.
04. Bank account proof of any member of the family (eg photocopy of top page of check book/check page/deposit slip in black-white/colour-1 copy.
05. Copy of BMET Registration. (Go to room No. 105 for BMET registration,
Bkash 200 BDT and collect your copy of BMET registration)

PDO হলো প্রাক বর্হিগমন ওরিয়েন্টেশন কোর্স নামক ৩ দিনের একটি কোর্স।

প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক দক্ষ, আধা দক্ষ, অদক্ষ মানুষ অর্থ উপার্জনের জন্য চাকরির উদ্দেশ্যে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে যায়। তাদের উদ্দেশ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (BMET) এর নির্দেশনা মোতাবেক পিডিও কোর্স পরিচালিত হয়।

 
পিডিও কোর্স কেন করবে?

ক. অভিবাসী/বিদেশগামী কর্মীদের বিদেশে কাজে যুক্ত হওয়ার ইচ্ছা থাকলে তাদের অভিবাসন প্রক্রিয়া, দেশের প্রচলিত আইন, প্রয়োজনীয় নীতিমালা এবং বিদেশের চাকুরী বিধি সম্পর্কে পূর্ণ ধারণা পায়ওার জন্য এই কোর্স করবে।

খ. বিদেশে চাকরি প্রত্যাশীরা তাদের গন্তব্য দেশের চাকরি,সার্বিক নিরাপত্তা ও পরিবেশ সম্পর্কে পূর্ব ধারনা পাবে।

গ. তাছাড়া নানাবিধ সংক্রামক রোগ এবং তৎসংক্রান্ত চলমান নীতিমালা ও প্রক্রিয়া সর্ম্পকে পরিস্কার ধারণা পাওয়া যায়।

 

 
এমআরপি পাসপোর্টধারীদের বিএমইটি রেজিস্ট্রেশন ও বায়োমেট্রিক (ফিঙ্গারপ্রিন্ট) করতে যা লাগবে : 

০১.পাসপোর্টের ফটোকপি সাদা-কালো/রঙিন -১ কপি

০২.ভিসার ফটোকপি সাদা-কালো/রঙিন -১ কপি
০৩. নিজের ব্যাংক একাউন্টের প্রমানপত্র (যেমন-চেক বইয়ের উপরের পাতা/
চেক পাতা/জমা স্লিপ এর ফটোকপি সাদা-কালো/রঙিন -১ কপি।
০৪.পরিবারের যেকোন একজনের ব্যাংক একাউন্টের প্রমানপত্র (যেমন-চেক বইয়ের উপরের পাতা/ চেক পাতা/জমা স্লিপ এর ফটোকপি সাদা-কালো/রঙিন -১ কপি।
০৫. বিএমইটি রেজিস্ট্রেশন এর কপি। (বিএমইটি রেজিস্ট্রেশন এর জন্য ১০৫ নং
কক্ষ হতে ২০০/- বিকাশ করে এবং বিএমইটি রেজিস্ট্রেশন এর কপি সংগ্রহ
করুন )

Previous slide
Next slide

ভতির্র জন্য যোগাযোগ করুনঃ ০১৪০৪৪১৩২০৬